Injoy lyrics

by

Shah Abdul Karim



কও অ আ ই
ই ঈ গো মাই
কও এ ও ঔ
এসো বাংলা শিখি

আমি আইছি
বেশ করি খাইছি
ট্যাকা ট্যাকা ট্যাকার মাত হুনিয়া
পাইছি বানাইছি কইছি
বেশ করি লইছি
সারা দিন কাম করিয়া আমি বইছি গো
যুদি ভাল্লাগে না কও না না না
না লাগলে কও জানো না
তুমি বেকামাইয়া মাত লইয়া আহিও না
আর পিছে পিছে খালী গিয়া মাতিও না গো মাই
মাই গো মাই গো মাই গো মাই
কইছি পিছে পিছে খালী গিয়া মাতিও না গো মাই
মাই গো মাই গো মাই গো মাই
আর পিছে পিছে মাতিয়া আমার বদনাম গাহিরায়
বদনাম গাহিরায়
কইছি পিছে পিছে খালী গিয়া মাতিও না গো মাই
মাই গো মাই গো মাই গো মাই
তুমি পিছে পিছে খালী গিয়া মাতিও না
Cuz আইজ ময়নার গায়ে হলুদ কাইল ময়নার বিয়া
পরহু কয় না যাইতা গিয়া ঢাক ঢোল বাজাইয়া
ময়নার মায়ে কান্দন করইন, ময়নার গলাত ধরিয়া
তোমারে যে বিয়া দিয়া থাকমু কেমনে ধরিয়া
ভালা টিকে পড়ো (২), দ​য়া করি আমার কথা হুনো
কেনে পাতলামি খালী করো (পাতলামি )
লেখাপ​ড়া হিখতায় নি?
না বাঙ্গালী গান তোমরা হুনতায় নি?
হিববার গান গাইতাম নি?
আচ্ছা আমার next গান হইল
ভালবাসব বাসব রে বন্ধু, তোমায় যতনে
আমার মনের ঘরে চান্দের আলো, চুইয়া চুইয়া পড়ে
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net