Shadakalo Rongdhonu lyrics
by Karnival
[Verse 1]
চলে যাবো আমি আজ আকাশে
মিশে যাবো আমি আজ আঁধারে
রংধনু খেলবে আমার সাথে
স্বপ্ন থাকবে আমার পাশে
[Chorus]
চলে যাবো আমি রুপকথার মাঝে
মিশে যাবো আমি আজ তারাদের মাঝে
[Verse 2]
নিঃস্ব হয়ে আমি আজ আকাশে
ঘুরেফিরি আমি নিজের সাথে
তারারা খেলবে আমার সাথে
স্বপ্ন থাকবে আমার পাশে
[Chorus]
চলে যাবো আমি রুপকথার মাঝে
মিশে যাবো আমি আজ তারাদের মাঝে