Bhabnaar Nil Akash lyrics

by

Karnival



[Verse 1]
ভাবনার ঊর্ধ্ব ঘরে
একা বসে আমি
স্বপ্নকে ভাবি তুমি
দৃশ্যকে ভাবি পৃথিবী

[Chorus]
ভেসে গেছে আমার হৃদয়
ভিজে সময় তার আঁধারে
দূরে বহু দূরে ভেসে থাকা
নীল আকাশে

[Verse 2]
সৃষ্টি হবে আজ আবার অন্ধকারের মাঝে (অন্ধকারের মাঝে)
আলোর নিচে বসে ভাবনারই মাঝে (ভাবনারই মাঝে)

[Chorus]
ভেসে গেছে আমার হৃদয়
ভিজে সময় তার আঁধারে
দূরে বহু দূরে ভেসে থাকা
নীল আকাশে
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net