Rirongsha lyrics
by Karnival
Rirongsha - Lyrics
রিরংসা
কথা - তিনু রশিদ।
পথভ্রষ্ট , বিষতপ্ত
কামনাকে করে সে রপ্ত
আঁকা-বাঁকা চাহুনিতে
বিচ্ছিন্ন আবেগ
তুমি ভ্রষ্ট, সর্বত্র
অনামিকা নীহারিকা দত্ত
ধ্যান জাগে বাস্তবে
বিচ্ছিন্ন আবেগ
কুর্নিশ তোমার উপহাসের
আলিঙ্গনকে
তোমার আলো নিয়ে
তোমার স্বর শুনে
দ্বিধা নিয়ে বর্ষণে
কুর্নিশ তোমার উপহাসের
আলিঙ্গনকে
তোমার শত নিয়মে বাধা
রগে রগে হতাশা
আলোর আলোর সন্ধানে...