Bhognomonoskota lyrics

by

Karnival



সময় কেটে যাছে,সে ফিরে আসছে
তাকিয়ে দ্যাখো সে পাশে নেই
সে দূরে হাসছে তাকিয়ে দ্যাখো
সে তোমার পাশে নেই।

পথ হারা তুমি অতীত এ সবার মত ফিরে যেতে চাও।
অদৃশ্য পথে ঘুরে ফিরে দ্যাখো অদৃশ্য স্বপ্ন।

যা তুমি আঁকে যাচ্ছও নিজের ভেবে নিচ্ছও।
সব ছিলও মরীচিকা।সে দূরে হাসছে তাকিয়ে দ্যাখো
সে তোমার পাশে নেই।
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net