Attotshorgo lyrics
by Karnival
স্বর্গ চাই না,নামবো নরকে
থাকুক জগৎ তোমার সেতুতে
থাকবো আমি রক্তক্ষরণে
দীপ্ত চোখে
নির্বাসিত
প্রাণহীন এ জগৎ
মরচে পরা এ কাব্যগ্রন্থে
স্পর্শ করবো, পাঁথরের মন্ত্রে
শব্দের ভিরে সাদা কালো ছকে
তীব্র স্রোতে বীভৎস নিত্তে
দীপ্ত চোখে
নির্বাসিত
প্রাণহীন এ জগৎ
মরচে পরা এ কাব্যগ্রন্থে
*Guitar Solo*
*Outro*