Nisshash (From ”BORBAAD”) lyrics

by

G.M. Ashraf



[Chorus]
প্রতি নিশ্বাসে নাম তোমার
লেখা আমার মনের ভেতরে
পুরো দুনিয়া জ্বালিয়ে দেবো
করবো ছারখার তোমায় না পেলে

[Verse 1]
পাগল হয়েছি আমি অনেক আগেই
হেরে গেছি আজ আমার নিজের কাছে
কিছু বোঝে না দু'চোখ তুমি ছাড়া
সব হারাতেও রাজি পেতে তোমাকে

[Pre-Chorus]
ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে
ক্ষত দেখাবো কাকে?
পারবে না থামাতে কেউ আমাকে
সব শেষ করবো নিজের হাতে

[Chorus]
প্রতি নিশ্বাসে নাম তোমার
লেখা আমার মনের ভেতরে
পুরো দুনিয়া জ্বালিয়ে দেবো
করবো ছারখার তোমায় না পেলে

[Instrumental Break]
[Verse 2]
ভালোবাসা করেছো অপমান
দিয়ে আমায় অপবাদ
তোমাকে না পেলে যে পাবে না কেউ
জ্বলবে আগুন বারেবার

[Pre-Chorus]
ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে
ক্ষত দেখাবো কাকে?
পারবে না থামাতে কেউ আমাকে
সব শেষ করবো নিজের হাতে

[Chorus]
প্রতি নিশ্বাসে নাম তোমার
লেখা আমার মনের ভেতরে
পুরো দুনিয়া জ্বালিয়ে দেবো
করবো ছারখার তোমায় না পেলে
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net