Ghuri lyrics

by

Indalo



[Verse 1]
মনে আছে কি নেই?
লাল-নীল গল্পে কত রাত হয়েছে সকাল
মনে আছে কি নেই ?
উদাস চোখের পেছনে জমা অভিমান

[Refrain]
মুখোমুখি তুমি-আমি
অন্যের আকাশে কেটে যাওয়া ঘুড়ি

[Verse 2]
মনে পড়বে কি না জানি না
শেষবার দেয়া ফুল হাতে
বিকেলের বারান্দায়

[Refrain]
মুখোমুখি তুমি-আমি
অন্যের আকাশে কেটে যাওয়া ঘুড়ি

[Instrumental Break]

[Outro]
সব শেষে তুমি-আমি
অন্যের আকাশে
দীর্ঘশ্বাসে
পড়ে থাকে
আমাদের কেটে যাওয়া ঘুড়ি
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net