Gonojowar lyrics

by

Nemesis (BGD)



[Verse 1]
এই দিন, এই রাত
এই রঙিন আঘাত
এই সুখ, এই দুঃখ
কেটে যায় যতটুক
রাঙাবো, রাঙাবো
এই পথ সবার
নাকি শুধু তোমার?
কবে পাবে ছাড়
এই গণজোয়ার?
বাড়াবো, হাত বাড়াবো

[Chorus]
এই জিত আমার অধিকার
এই হার তোমার অপচার
গণজোয়ারে হারিয়ে থাকবে
গণজোয়ারে হারিয়ে থাকবে

[Post-Chorus]
আমার এই ডাক ছড়িয়ে যাক
মানবে না হার এই গণজোয়ার
দাঁড়াবো, উঠে দাঁড়াবো

[Verse 2]
আমার স্বপ্ন সাদা-কালো
ওপারে দেখি রঙিন আলো
সব রাঙালো
[Chorus]
এই জিত আমার আধিকার
এই হার তোমার অপচার
গণজোয়ারে হারিয়ে থাকবে
গণজোয়ারে হারিয়ে থাকবে

[Bridge]
গণতন্ত্র, সবার মন্ত্র
গণতন্ত্র, সবার মন্ত্র
গণতন্ত্র, সবার মন্ত্র
গণতন্ত্র, সবার মন্ত্র

[Chorus]
গণজোয়ারে...
গণজোয়ারে...
গণজোয়ারে হারিয়ে থাকবে
গণজোয়ারে হারিয়ে থাকবে
গণজোয়ারে হারিয়ে থাকবে
গণজোয়ারে হারিয়ে থাকবে
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net