Bhondo lyrics

by

Oblique


[Verse 1]
তোমার মাঝে লুকিয়ে রাখা
স্পর্শ হয়ে থমকে থাকা
দুস্থ, বর্ণ-মলিন কাগজে
ছায়াপথ আঁকড়ে ধরে রাখা
অন্ধ, ক্লান্ত, ব্যস্ত থাকা
বাহুতে মরচে ধরা সহজে

[Chorus]
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো

[Verse 1]
তোমার মাঝে লুকিয়ে রাখা
স্পর্শ হয়ে থমকে থাকা
দুস্থ, বর্ণ-মলিন কাগজে
ছায়াপথ আঁকড়ে ধরে রাখা
অন্ধ, ক্লান্ত, ব্যস্ত থাকা
বাহুতে মরচে ধরা সহজে

[Chorus]
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
[Verse 2]
আকাশপানে যদি চেয়ে থাকো
আমায় তুমি জানিয়ে রেখো
আমি হন্যে হয়ে আর হাঁটবো না নগরে
সীমানায় দাঁড়িয়ে থেকো তুমি
স্বস্তি সত্যি খুঁজে নেবো আমি
যদি দেখা হয় অন্য কোনো প্রহরে

[Chorus]
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net