Stobdho lyrics
 by Oblique
		
		তোমার চোখে আকাশ দেখে
উড়তে ভীষণ ভয় করে
জানি না সময় মতো
নেমে আসতে পারবো কি
তুমি শত অভয় দিলেও
গান করতে ভীষণ ভয় করে
জানি না ভুল করে ফেললে
ঠিক করতে পারবো কি
কুয়াশা রাতে আমি
চুপচাপ গাছের শেকড়
শুকনো পাতার ফাঁকে
পুরোনো অলস পাথর
আমার অবাধ স্বাধীনতা
তবু স্বেচ্ছাচারী নই আমি
নিজের নিয়মে বন্দী জীবন
নিয়ন আলোর মলিনতা
আর বিজ্ঞাপনের আদিখ্যেতা
অচেনা মুখগুলো বেশি আপন
সভ্যতার মুখোশে
স্বার্থের আপোষে
আড়াল করা প্রণয়ে
ব্যস্ততার অভিনয়ে
সরলরেখা আমি
তোমারই সমান্তরাল
ভঙ্গুর প্রাচীর ঘেরা
শ্যাওলা পড়া দালান
কুয়াশা রাতে আমি
চুপচাপ গাছের শেকড়
শুকনো পাতার ফাঁকে
পুরোনো অলস পাথর