Bidhatar Aahobaan lyrics

by

Karnival



[Verse]
আজ আমি চিনি অন্য নিজেকে
মহাকালের এই ঘূর্ণিপাকে
নিজে খুঁজে ফিরি নিজের অনুভূতিকে
বিধাতার এ কঠিন মায়াজালে
অন্ধকার ছেড়ে আলোর দুয়ারে
নিজের প্রতিচ্ছবির ছায়া ভাসে

[Chorus]
অন্য আমি আজ আমার কাছে
নিজেই যেন আজ বহুদূরে
পৃথিবীর এ করুণ দৃষ্টি
কেড়ে রাখে আমার আশায়
বিধাতা, বিধাতা, বিধাতা

[Bridge]
বিধাতা সবার মাঝে
বিধাতা অন্ধকারে
বিধাতা সবার মাঝে
বিধাতা অন্ধকারে

[Chorus]
অন্য আমি আজ আমার কাছে
নিজেই যেন আজ বহুদূরে
পৃথিবীর এ করুণ দৃষ্টি
কেড়ে রাখে আমার আশায়
বিধাতা, বিধাতা, বিধাতা
[Instrumental Break]

[Chorus]
অন্য আমি আজ আমার কাছে
নিজেই যেন আজ বহুদূরে
পৃথিবীর এ করুণ দৃষ্টি
কেড়ে রাখে আমার আশায়
বিধাতা, বিধাতা, বিধাতা
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net