Durey lyrics

by

Karnival



[Intro]
আজও আমি পথে
ক্লান্ত এ পথে হেঁটে চলি আমি একা
আলোর এ উৎসবে

[Chorus]
তুমি আজও দূরে
দূরে বহু দূরে
নির্জন একা নিস্তব্ধ এ
আঁধারে দাঁড়িয়ে দেখছো
স্মৃতির আলো-ছায়া

[Post-Chorus]
তুমি ধূসর এ আঁধারে এ আঁধারে
কান্নাসিক্ত স্মৃতির বুকে
শব্দহীন এ সৈকতে
হেঁটে চলি আমি একা
অবচেতন মনে

[Chorus]
তুমি আজও দূরে
দূরে বহু দূরে
নির্জন একা নিস্তব্ধ এ
আঁধারে দাঁড়িয়ে দেখছো
স্মৃতির আলো-ছায়া
[Post-Chorus]
তুমি ধূসর এ আঁধারে
এ আঁধারে

[Guitar Solo]

[Chorus]
তুমি আজও দূরে
আজও দূরে
তুমি আজও দূরে
আজও দূরে
আজও দূরে
দূরে
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net