Bhrom lyrics

by

Karnival



আমার তোমার প্রতিশ্রুতি
কাঙ্খিত পদধ্বনি
রবে না কুয়াশা
রবে না কুয়াশা
রবে না কুয়াশা
কুয়াশা...

এ বিরহ রক্ত মাখা
চাদরের তন্দ্রায়
লজ্জা ক্ষোভ ঘৃণায়
পরাজিত বোঝা

তুমি নেই
তুমি নেই
তুমি ছিলেনা কখনোই
তুমি নেই
তুমি নেই...

সকাল সন্ধ্যা একঘেয়েমি
আকাঙ্খিত পদধ্বনি
জ্বলো না বিরহে
জ্বলো না বিরহে
জ্বলো না বিরহে
বিরহে....

এ বিরহ রক্ত মাখা
চাদরের তন্দ্রায়
লজ্জা ক্ষোভ ঘৃণায়
পরাজিত বোঝা
তুমি নেই
তুমি নেই
তুমি ছিলেনা কখনোই
তুমি নেই
তুমি নেই
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net