Otopor lyrics
by Karnival
Otopor - Lyrics
অতঃপর
কথা - তিনু রশিদ।
ভেজা ওই স্বপ্নে
আসক্তি জাগায়
হতাশা ভুলে
আমি সেই স্বপ্নে
ডুবে আছি অনুভূতি নিয়ে
আমি মোরে
কাঁদিয়ে ঘুরি
ভবঘুরে...
তোমার আলোয়
শতরূপে আঁকা যে
আমার অনন্ত
হ্যালো
হ্যালো
হ্যালো
হ্যালো
এ সময়ে
তুমি বল আমি কে
তোমার শপথ
নিয়েছিলো আমি সে
আমি মোরে
কাঁদিয়ে ঘুরি
ভবঘুরে...
দৃষ্টি তোমার মেঘ হোক
আর আমি আলোতে
ভবঘুরে