Amar Shotto lyrics
by Karnival
[Verse 1]
তোমার স্পর্শে এ স্বপ্ন
সত্যের পথে এগিয়ে যাচ্ছে
তোমার স্মৃতি আমায় দিচ্ছে
আমার সত্য
[Chorus]
আমি বেঁচে আছি, তোমার স্পর্শে
তুমি আমার সত্য
আমি ভালোবাসি তোমায়
তুমি আমার
[Instrumental Break]
[Verse 2]
জানালার ফাঁকে স্বচ্ছ এ আকাশ
তারাগুলো মুচকি হাসছে
মিষ্টি বাতাসে নাড়া দিচ্ছে হৃদয়
আজ আবার
[Chorus]
আমি বেঁচে আছি তোমার স্পর্শে
তুমি আমার সত্য
আমি ভালোবাসি তোমায়
তুমি আমার
[Guitar Solo]
[Chorus]
আমি বেঁচে আছি তোমার স্পর্শে (স্পর্শে)
আমি ভালোবাসি তোমায়
তুমি আমার
ও তুমি আমার