Ekanto Golaap lyrics

by

Indalo



[Intro]
তোমার ভেতরে
একা ভেঙে পড়ে কেউ
চেনা যায় না চোখ
আসছি বলে যায় সরে সেও

[Verse 1]
তবু সন্ধ্যায় তোমার জানলায়
কেউ রেখে যাবে না ফুল
যে যায় সে কি আসে?
যে যায় সে কে আসলে ছিল?

[Chorus]
তোমার দিন কেটে যাক চেনা কবিতায়
কোথাও কেউ নেই, তাতে কী আসে-যায়?
তুমি তোমার
একান্ত প্রিয় গোলাপ
তোমার রাত ডুবে থাক চেনা শূন্যতায়
চলে যায়, যাক, তাতে কী আসে-যায়?
কেউ নেই
পড়ে থাকে একা গোলাপ

[Pre-Chorus]
তোমার গল্পেরা শেষ হয় না জেনে
আটকে থাকে দিন cellphone আর সাদা ceiling-এ
[Chorus]
তোমার দিন কেটে যাক চেনা কবিতায়
কোথাও কেউ নেই, তাতে কী আসে-যায়?
তুমি তোমার
একান্ত প্রিয় গোলাপ
তোমার রাত ডুবে থাক চেনা শূন্যতায়
ছেড়ে যায়, যাক, তাতে কী আসে-যায়?
কেউ নেই
পড়ে থাকে একা গোলাপ

[Bridge]
তোমার দিন কেটে যাক কবিতায়
চিরচেনা বিষণ্ণতায়
তুমি তোমার
তুমি তোমার
তোমার রাত ডুবে থাক শূন্যতায়
তোমার গল্পে তুমি
শুধু তোমার

[Chorus]
আমার দিন কেটে যাক চেনা কবিতায়
কোথাও কেউ নেই, তাতে কী আসে-যায়?
আমি আমার
একান্ত প্রিয় গোলাপ
আমার রাত ডুবে থাক চেনা শূন্যতায়
ছেড়ে যায়, যাক, তাতে কী আসে-যায়?
কেউ নেই
পড়ে থাকি, পড়ে থাকে একা গোলাপ
[Outro]
পড়ে থাকো গোলাপ
পড়ে থাকি গোলাপ
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net