VIP lyrics

by

Nemesis (BGD)



[Intro]
চোখে চশমা, হাতে cigarette
আর সাথে part

[Pre-Chorus]
আমি VIP
উল্টো পাশ দিয়ে চালাই গাড়ি
আমি VIP
আমার বাবার অনেক বড় বাড়ি
আমি VIP
দিন-রাত শুধু করি party
আমি VIP
আমার দল অনেক ভারী, ভারী, ভারী

[Chorus]
আমার জায়গা কোথায়?
তোমার জন্যে আমি সরে দাঁড়াই

[Pre-Chorus]
আমি VIP
তোমার আগে আমার দাবী
ও আমি VIP
সবাইকে আমি মারি চাবি
আমি VIP
আমাকে নিয়ে শুধু কাড়াকাড়ি
আমি VIP
আমার দমের দাম অনেক দামী
[Chorus]
আমার জায়গা কোথায়?
তোমার জন্যে আমি সরে দাঁড়াই
আমার জায়গা কোথায়?
তোমার জন্যে আমি সরে দাঁড়াই

[Instrumental Break]

[Verse]
আমার জায়গা নেই আর
তোমার চোখে সব অন্ধকার
তবে এটাই তোমার অহংকার
তাই সরে দাড়াই বারবার

[Chorus]
আমার জায়গা কোথায়?
তোমার জন্যে আমি সরে দাঁড়াই
আমার জায়গা কোথায়?
তোমার জন্যে আমি সরে দাঁড়াই
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net