Beep lyrics
by Level Five
[Verse 1]
দেখো আমায়
আজ আমি অন্য
অস্বাভাবিক আমার কর্ম
[Chorus]
বদলে গেছি
চিনতে পারো না
বুঝিয়ে কি হবে?
তবে থাক, থাক না!
[Verse 2]
নেই প্রয়োজন নতুন শুরুর
থাকনা এমনই ভাঙ্গা কাচের মতো
তোমার চিন্তাগুলো
চির নিদ্রায় তবে কি বলবো আজ
ভুল বুঝো না
[Chorus]
বদলে গেছি
চিনতে পারো না
বুঝিয়ে কি হবে?
তবে থাক, থাক না!