60's Love (feat. Rakat Zami) lyrics
by Level Five
[Verse 1]
ওই দূরে চলো না নীল আকাশে
হারিয়ে যাই তোমার হাতটি ধরে
পায়ে পায়ে ঘুঙুর পায়ে, হারিয়ে তুমি
কাশবনের মৃদুল বাতাসে হয়েছি
[Instrumental Break]
[Chorus]
চলো না হারিয়ে যাই তোমায় নিয়ে
কোনো নাম না জানা ওই অজানা শহরে, চলো...
[Instrumental Break]
[Verse 2]
ওই দুরের আকাশটাকে বলতে চাই
আমি তোমার হাতটা ধরে
রংধনুর মাঝে হারিয়ে যেতে চাই
আমি তোমায় নিয়ে
[Guitar Solo]
[Instrumental Break]
[Chorus]
চলো না হারিয়ে যাই, তোমায় নিয়ে
কোনো নাম না জানা ওই অজানা শহরে, চলো...